চাঁদপুরে মোবাইলসহ দুই ছিনতাই কারি আটক

  • আপডেট: ০৭:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৩

চাঁদপুর প্রতিনিধি॥
চাঁদপুর শহরের পুরানবাজার থেকে মোবাইলসহ দুই ছিনতাই কারিকে পুলিশ আটক করেছে। শনিবার বিকেলে হরিসভা ত্রলাকা থেকে হাতে নাতে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে পুরানবাজার ফাড়ির ইনচার্জ মোঃ মাসুদ ও সহকারী উপ-পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ফাড়িতে নিয়ে যায়।

আটককৃতরা হলো, পুরানবাজার মেরকাটিজ রোডস্থ মৃত মোসলেম মৃর্ধার ভাড়াটে আবুল কালামের ছেলে সোহেল মাতাবর(২১) ও মেরকাটিজ রোডের বিল্লাল খান বাড়ির ভাড়াটে গিয়াস উদ্দিন ঢালির ছেলে মোঃ কালু ঢালি(২০)।

স্থানীয়রা জানান,শনিবার বিকেল ৫টায় সখিপুর কাচি কাটা থেকে ট্্রলারের মাল নিয়ে মোঃ নুরউদ্দিন পাঠান পুরানবাজার ১নং খেয়া ঘাটে আসে। সে ট্রলার থেকে নেমে বাকালি পট্রির বলাকা আবাসিক হোটেলের চিপা গলিতে গেলে ছিনতাইকারী সোহেল মাতাবর ও মোঃ কালু ঢালি নুরউদ্দিনকে শরীর তল্লাশির নামে ভয় দেখিয়ে সাথে থাকা দুইটি টার্জ লাইট, দামি মোবাইল ও সাথে থাকা নগদ ১৪০০ শ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দুই ছিনতাইকারিদের হরিসভা ত্রলাকা থেকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনসহ ৯ শত টাকা উদ্ধার করে পুলিশ।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ বলেন, ট্রলারের যাত্রীর কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ছিননতাইকৃত মোবাইল পাওয়া গেছে। আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানায় প্রেরন করা হয়। তবে ২০১৭ সালে আটক কালুর বিরুদ্বে আরেকটি চুরির মামলা রয়েছে। এই মামলা আদালতে চলমান আছে।

ফাড়ি ইনচার্জ জানান, পুরান বাজারে ছিনতাইয়ের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

উল্লেখ্য,পুরানবাজারে কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বাকালি পট্রির বলাকা আবাসিক হোটেলের চিপা গল্লিটি ছিনতাইকারীদের একটি নিরাপদ আস্তানা। তারা এখানে থেকে সাধারন মানুষকে হয়রানি,তাদের মালামাল ছিনতাই করে থাকে দীর্ঘ দিন যাবত। এ সব যুবকরা এখানে সারাক্ষন থেকে নারীদেরকে উত্যাক্ত করে থাকে ও অনেক সময় গরীব যুবতীদের জোর পূর্বক ধরে ধর্ষন করা অভিযোগ রয়েছে এদের বিরুদ্বে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে মোবাইলসহ দুই ছিনতাই কারি আটক

আপডেট: ০৭:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০

চাঁদপুর প্রতিনিধি॥
চাঁদপুর শহরের পুরানবাজার থেকে মোবাইলসহ দুই ছিনতাই কারিকে পুলিশ আটক করেছে। শনিবার বিকেলে হরিসভা ত্রলাকা থেকে হাতে নাতে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে পুরানবাজার ফাড়ির ইনচার্জ মোঃ মাসুদ ও সহকারী উপ-পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ফাড়িতে নিয়ে যায়।

আটককৃতরা হলো, পুরানবাজার মেরকাটিজ রোডস্থ মৃত মোসলেম মৃর্ধার ভাড়াটে আবুল কালামের ছেলে সোহেল মাতাবর(২১) ও মেরকাটিজ রোডের বিল্লাল খান বাড়ির ভাড়াটে গিয়াস উদ্দিন ঢালির ছেলে মোঃ কালু ঢালি(২০)।

স্থানীয়রা জানান,শনিবার বিকেল ৫টায় সখিপুর কাচি কাটা থেকে ট্্রলারের মাল নিয়ে মোঃ নুরউদ্দিন পাঠান পুরানবাজার ১নং খেয়া ঘাটে আসে। সে ট্রলার থেকে নেমে বাকালি পট্রির বলাকা আবাসিক হোটেলের চিপা গলিতে গেলে ছিনতাইকারী সোহেল মাতাবর ও মোঃ কালু ঢালি নুরউদ্দিনকে শরীর তল্লাশির নামে ভয় দেখিয়ে সাথে থাকা দুইটি টার্জ লাইট, দামি মোবাইল ও সাথে থাকা নগদ ১৪০০ শ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দুই ছিনতাইকারিদের হরিসভা ত্রলাকা থেকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনসহ ৯ শত টাকা উদ্ধার করে পুলিশ।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ বলেন, ট্রলারের যাত্রীর কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ছিননতাইকৃত মোবাইল পাওয়া গেছে। আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানায় প্রেরন করা হয়। তবে ২০১৭ সালে আটক কালুর বিরুদ্বে আরেকটি চুরির মামলা রয়েছে। এই মামলা আদালতে চলমান আছে।

ফাড়ি ইনচার্জ জানান, পুরান বাজারে ছিনতাইয়ের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

উল্লেখ্য,পুরানবাজারে কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বাকালি পট্রির বলাকা আবাসিক হোটেলের চিপা গল্লিটি ছিনতাইকারীদের একটি নিরাপদ আস্তানা। তারা এখানে থেকে সাধারন মানুষকে হয়রানি,তাদের মালামাল ছিনতাই করে থাকে দীর্ঘ দিন যাবত। এ সব যুবকরা এখানে সারাক্ষন থেকে নারীদেরকে উত্যাক্ত করে থাকে ও অনেক সময় গরীব যুবতীদের জোর পূর্বক ধরে ধর্ষন করা অভিযোগ রয়েছে এদের বিরুদ্বে।