অনলাইন ডেস্ক:
করোনা পরিস্থিতির সুযোগে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি গুদামে প্রচুর খাদ্যদ্রব্য মজুদ রয়েছে। অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বেশি কিনবেন না। যার যতটুকু প্রয়োজন সেটুকুই সংগ্রহ করুন। আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি করবেন না। তিনি বলেন, এখনো ১৭ লাখ মেট্রিকটন খাদ্য সরকারি গুদামেই মজুদ রয়েছে। সাড়ে তিন লাখ মেট্রিকটন গম মজুদ রয়েছে। আমাদের বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর খাদ্য মজুদ আছে।
আগামী এক বছরের খাবার কেনার সামর্থ্য বাংলাদেশের আছে বলে জানান প্রধানমন্ত্রী। বাজার মনিটরিং বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বাজার নিয়ন্ত্রণে নজরদারির জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান তিনি। এ ছাড়া গ্রামে ফিরে যাওয়া মানুষকে নিজ জমিতে ফসল ও তরকারি ফলানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।