নিজস্ব প্রতিনিধি॥
এতিম ও সুবিধা বঞ্চিত (পথ শিশু)র সাথে দুপুরের খাবার খেয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে হাজীগঞ্জের ৪টি এতিমখানায় ও সুবিধা বঞ্চিত (পথ শিশু) স্কুলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর কর্মসূচীর অর্থায়নে খাদ্য বিতরণ করা হয়।
দুপরে তিনি হাজীগঞ্জ রেল স্টেশন সংলগ্ন প্রভাত আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দুপরে শিশুদের সাথে খাওয়া দাওয়া করেন। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার’সহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ পথ শিশুদের সাথে দুপরের খাবার খায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাজীগঞ্জের ফুলচোঁয়া মাদরাসা, রাজাপুরা মাদরাসা, পূর্ব রাজারগাঁও মাদরাসা, তারাপাল্লা মাদরাসার এতিম ও সুবিধা বঞ্চিত শিশু এবং প্রভাত আনন্দ স্কুলের পথ শিশুসহ প্রায় দুই হাজার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।