বঙ্গবন্ধুর জন্যেই আমারা পেয়েছি স্বাধীন বাংলাদেশ: মাহবুব-উল আলম লিপন

  • আপডেট: ০৪:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ২৬

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কারণে আমারা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এ দেশের দামাল ছেলেরা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী হবে বাংলাদেশের উন্নয়নের বছর। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবন পড়লে তোমরা অনেক কিছুই শিখতে পারবে।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত হয়। এর পূর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কবির কাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির হোসেন কাজী প্রমূখ।
প্রভাষক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. নাজমুস শাহাদাত।

আলোচনা সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে প্রতিষ্ঠানের আঙ্গিনায় কয়েকটি চারাগাছ রোপন করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে কিটনাশক পানে স্কুলছাত্রীর আ ত্ম হ ত্যা!

বঙ্গবন্ধুর জন্যেই আমারা পেয়েছি স্বাধীন বাংলাদেশ: মাহবুব-উল আলম লিপন

আপডেট: ০৪:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কারণে আমারা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এ দেশের দামাল ছেলেরা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী হবে বাংলাদেশের উন্নয়নের বছর। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবন পড়লে তোমরা অনেক কিছুই শিখতে পারবে।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত হয়। এর পূর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কবির কাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির হোসেন কাজী প্রমূখ।
প্রভাষক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. নাজমুস শাহাদাত।

আলোচনা সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে প্রতিষ্ঠানের আঙ্গিনায় কয়েকটি চারাগাছ রোপন করা হয়।