নিজস্ব প্রতিনিধি॥
ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বাংলাদেরশর মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সরকারের নির্দেশ মোতাবেক স্বল্প পরিসরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সালাহ্ উদ্দিন ফারুক মামুন, মো. মজিবুর রহমান তালুকদার, শিক্ষক প্রতিনিধি মো. সেলিম। এ ছাড়াও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকছুদুর রহমান, মো. শাহজাহান সরকার ও মো. সেলিম মিয়া প্রমুখ।
বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক আ. ন. ম মফিজুর রহমান।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের আহবায়ক নাজমা আক্তারের সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও শিক্ষক এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।