সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া, মিলাদ ও তবারক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে, সাবেক ছাত্রনেতা, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আল মামুন লিটু, সাবেক সভাপতি কামাল পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহদাত হোসেন জাকির পাটওয়ারী, সচিব মোঃ রাকিবুল হাসান খান, ওয়ার্ড মেম্বার ফখরুল পাটওয়ারী, আবু সাঈদ পাটওয়ারী, হাফেজ আবু তাহের, মমিন উদ্দিন আহমেদ, আঃ খালেক, বিশু মজুমদার, আনোয়ারুল আলম, মহিলা সদস্য তাজমুন নাহার লিপি, আনোয়ারা বেগম, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আলী হোসেনসহ রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাজী হাসানুজ্জামান।