স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী’র ব্যক্তিগত উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর অধ্যায়নরত ছাত্রীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮মার্চ (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান তার বক্তব্যে বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখি। তাই তোমাদের উন্নত মনের অধিকারী হতে হবে। নৈতিকতা চর্চার মাধ্যমে ভালো মানুষ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি মানবিক গুন অর্জন করতে হবে। শিক্ষকদের সাথে কখনও খারাপ ব্যবহার করা যাবে না। শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। তাদের শ্রদ্ধা করতে হবে। এ প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক সোহেল রুশদীর একজন শিক্ষানুরাগী ব্যক্তি।প্রতিষ্ঠানের সভাপতি তার ব্যক্তিগত পক্ষ থেকে স্কুল ড্রেস প্রদান একটি মহতী উদ্যোগ। তাই উনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন,আজ মহান আন্তজার্তিক নারী দিবস। নারী-পুরুষের সমতা আনয়নের জন্য প্রয়োজন শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বী। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। তোমরা সুশিক্ষা ও উচ্চ শিক্ষা অর্জন করবে। বাংলাদেশে সরকারি চাকুরীজীবিদের প্রায় ৩৮ভাগ হচ্ছে নারী। প্রশাসনের সর্বস্তরে আজ নারীদের অংশগ্রহন। আজ আমরা দেখি পৃথিবীতে বিরল আমাদের দেশে যেখানে নারী প্রধানমন্ত্রী, নারী স্পীকার, নারী শিক্ষামন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী তা সত্ত্বেও বিবাহিত নারীর মধ্যে ৮০-৮২ভাগ নারী নির্যাতনের শিকার। আজকের মেয়ে আগামী দিনের মা। নারীদের প্রতি সহনশীল হতে হবে। নারী নির্যাতন বন্ধ করতে হবে। মানুষের বড় পরিচয় পুরুষ ও নারী নয় বরং মানুষ। তাই পুরুষদের অন্য নারীদের মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাই। নারী জাগরনের প্রথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াতের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন। তিনি একজন ইনোভেটিব জনবান্ধব কর্মকর্তা। প্রশাসন জনবান্ধব হচ্ছে স্যার তার জ্বলন্ত উদাহরন। জনগন ও সাংবাদিকরা প্রশাসনেক সহযোগিতা করছে। কারন সকলেই মিলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। আমাদের এলাকার অনেক মানুষই গরীব। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশের ন্যায় আমাদের এখানের বিদ্যালয় গুলোতে মিড-ডে-মিল চালু করেছি। মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দিচ্ছি। মুজিববর্ষ উপলক্ষে সরকারি সকল প্রোগ্রাম আমাদের জিলানী চিশতী কলেজসহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করা হয়। আমরা দেশের প্রতিটি নাগরিক আজ স্বাধীনতার সুফল পাচ্ছি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান বৃদ্ধির জন্য সবোর্চ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দিচ্ছে। শতভাগ উপবৃত্তি প্রদান করছে। পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারন জ্ঞান ও জাতীয় দিবস সম্পর্কে জানতে হবে। সংস্কৃতিমনা হতে হবে। বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ের নিদিষ্ট স্কুল ড্রেস পড়ে আসতে হবে। আজকে আমরা যে ড্রেস দিচ্ছি তা যত্ন করে রাখতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিদর সহযোগিতায় আমাদের জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়সহ শাহতলী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। এজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’কে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী, জিলানী চিশতী কলেজর অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ ছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক বির্তক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক শামিমা আক্তার, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রভাষক মো: নুরুল বাতেন, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ. প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহাবুবুর রহমান, প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, জিলানী চিশতী উচ্চ বিদ্যায়ের সহকারি শিক্ষক রাবেয়া বেগম, লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।