নিজস্ব প্রতিনিধি॥
সারাদেশের ন্যয় চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে রোববার সকালে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম মিয়াজী।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধাণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বরুন্নাহার চৌধুরী, জেলা মহিলা সংস্থার সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান।
র্যালী ও আলোচনা সভায় সরাকারি বিভিন্ন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।