স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব ভাটেরগাঁও জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফলি সম্পূন্ন হয়েছে। ৬ মার্চ শুক্রবার বিকাল ৩টায় মসজিদ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
পূর্ব ভাটের গাঁও জামে মসজিদের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ শরীফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মোফাচ্ছেরে কোরআন, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যাক্তিত্ব আলহাজ্ব মাওলানা ড. মোঃ আব্দুল কাদির, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন দোয়া কাতারের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা ক্বারী হাফেজ মোঃ আব্দুল বাতেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আসাদ উল্লাহ, ভাটেরগাঁও ইচলী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল বাকী।
ওয়াজ দোয়ার মাহফিল শেষে এলাকাবাসীর জন্য দোয়া ও মুনাজাত করা হয়।