নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কোন্দ্রা গ্রাম সমিতির আওতায় ইটের হিয়ারিং সলিং এর কাজে চাঁদা পেয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেছেন কোন্দ্রা গ্রাম সমিতিরি সভাপতি রাশেদা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোন্দ্রা পাটওয়ারী বাড়ী’র মাজার রোড হইতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক পর্যন্ত কাঁচা সড়কে সমিতির উদ্যোগে ইটের হেয়ারিং সলিং কাজ করে আসছে। এ গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বর্ষার মৌসুমে কাদায় একাকার হয়ে পড়ে। মানুষের চলাচলের অনুপযোগী হওয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কোন্দ্রা গ্রাম সমিতির উদ্যোগে ইটের হেয়ারিং সলিং কাজ করা হচ্ছে।
রাস্তার কাজের প্রায় শেষ পর্যায়ে বাঁধ সাঁধেন স্থানীয় জামায়াত নেতা সোহাগ। সোহাগ ওই গ্রামের ওহাব মাস্টারের ছেলে। সে বিভিন্ন অজুহাতে গ্রাম সমিতির সভাপতি রাশেদা বেগমের কাছে ১ লক্ষ টাকা দাবী করে। রাশেদা বেগম বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন খোকন মজুমদার কাজে বাঁধা দেওয়ার বিষয়ে সোহাগের কাছে জানতে চায়। ওই সময়ে সোহাগ হুমকি-ধমকি দেয় এবং কাজ না করতে হুমকি প্রদান করে। এ দিকে সোহাগ উল্টো আলাউদ্দিন খোকন মজুমদারসহ কয়েকজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। সোহাগের অভিযোগের পরপরই ওই গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোহাগের বিরুদ্ধে এছাড়াও একাধিক নাশকতার মামলা রয়েছে।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কোন্দ্রা গ্রাম সমিতির সভাপতি রাশেদা বেগম বলেন, এ গ্রামের মানুষের কল্যাণে মাননীয় প্রধামন্ত্রীর বিশেষ উদ্যোগ অর্থমন্ত্রালয়ের অধিনে পরিচালিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কোন্দ্রা গ্রাম সমিতির আওতায় রাস্তাটিতে হেয়ারিং সলিং কাজের উদ্যোগ নেওয়া হয়। এ এলাকার উন্নয়নে গ্রাম সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ রাস্তাটি ছাড়াও এ গ্রামে আমরা একটি কালর্ভাট ব্রিজ করার উদ্যোগ নিয়েছি।