অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুরের এস এম ই পণ্য মেলায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র নজর কেড়েছে মেসার্স মিজান এন্টারপ্রাইজের “আরাবি চা”। ভিন্নধর্মী নামের জন্যই তিনি ‘আরাবি চা’ এর প্রতি আকর্ষিত হয়েছেন। তাই তিনি “আরাবি চা” স্টল থেকে কয়েক প্যাকেট “আরাবি চা” কিনে নিয়েছেন।
৪ মার্চ বুধবার তিনি মেলা পরিদর্শনকালে ওই চা স্টল থেকে এই আরাবি চা কিনে নেন। এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম জাকারিয়া, চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়,চলতি ২০২০ সালে আরাবি চায়ের যাত্র শুরু হয়। আর তার স্লোগান নির্ধারণ করা হয় “আরাবি চা মানেই সতেজতা”। আর এই প্যাকেটজাত পণ্যটির শুভকামনায় এগিয়ে আসে এসএমই পণ্য মেলা। অবশ্য এই সুযোগের নেপথ্যে মেলা আয়োজক জেলা প্রশাসন, বিসিক চাঁদপুর ও চেম্বার অব কমার্স।
এদিকে মেসার্স মিজান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ মিঠু গাজী জানান, আমরা এসএমই মেলায় ‘আরাবি চা’ এর স্টল দিয়েছি। আর এরপরই ক্রেতাদের নিকট থেকে ব্যপক সারা পাচ্ছি। এই চায়ের প্যাকেট বিক্রির মাধ্যমে অনেক শিক্ষিত বেকারদের রুটিরুজির সুযোগ করতে পারছি।তাই এই চা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। তিনি আরো জানান, আমরা আপাতত ‘ব্লাক টি’ ভোক্তাদের জন্য উৎপাদন করছি। যা ২’শ টাকা মূল্যের ‘আরাবি চা’ এর ৫’শ গ্রাম প্যাকেটে বাজারজাত করছি। এই আরাবি চায়ের ব্যপকতা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করছি। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারী চাঁদপুর আউটার স্টেডিয়ামে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু হয়। যার সমাপনী দিনে ৪ই মার্চ প্রধান অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।