সজীব খান:
ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ার অংশ নেব, এ শ্লোগানে চাঁদপুরে জাতীয় ভোটার ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় চাঁদপুর সাকির্ট হাউজ থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে জেলা নির্বাচন অফিসার মোঃ হেলাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রাহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার, সদর উপজেলা সমাজ সেবা অফিসার জামাল হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাছিম উদ্দিনসহ জেলা বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা, সুশিল সমাজসহ বিভিন্ন স্তরের লোক উপস্থিত ছিলেন।