নিজস্ব প্রতিনিধি:
“বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” এ শ্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক আলীগঞ্জ বাজার ঘুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।
আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার সূনির্মল দেউড়ী, বিভিন্ন বীমা কোম্পানির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।