স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বন্দে আলী হাজী বাড়ীতে কনের গায়ে হলুদ অনুষ্ঠানে চাঁদা দাবী করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে হিজড়া রত্না (৩২)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ে বাড়ীতে গিয়ে সংঘবদ্ধ হিজড়া সদস্যরা চাঁদা দাবী করে। তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দেয়ায় তারা সেখানে উলঙ্গ হওয়ার চেষ্টা করলে হামলার শিকার হয়।
আহত হিজড়া রত্না জানায়, আমার পাশ^বর্তী বাড়ীর আবু তাহের বেপারীর কন্যার গায়ে হলুদের খবর শুনে সেখানে আমার সাথের হিজড়া মিথিলা ও মুন্নিকে নিয়ে যাই। আমরা তাদের কাছে ১হাজার টাকা দাবী করি। ওই বাড়ীর লোকজন আমাদেরকে ৭শ’ টাকা দেয়। আমরা আরো ৩শ’ টাকা দাবী করলে বাড়ীর লোকজন উত্তেজিত হয়ে মারধর করার হুমকি দেয়। পরে তারা আমাকে শরীর ও হাতে আঘাত করে আহত করে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, হিজড়ারা তাদের চাহিদামত চাঁদা না পাওয়ায় উলঙ্গ হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অবনতি হয় এবং কয়েকজন রত্নাকে মারধর করে।
পরে রত্নার সাথের হিজড়া তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়। এছাড়া হিজড়াদের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন হিজড়াদের উদ্দেশ্যে বলেন, তোমাদের বিরুদ্ধে সাধারণ মানুষ অনেক অভিযোগ করে। কেউ যদি তোমাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আর হামলার ঘটনাটি স্থানীয়ভাবে সমাধান করে আমাকে জানানোর জন্য নির্দেশ দিয়েছি।