চাঁদপুর, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলা পুলিশ বাহিনি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহববুবুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশ পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।