গাজী মহিনউদ্দিন:
হাজীগঞ্জে “নিরাপদ মাতৃত্বে টেকসই উন্নত বাংলাদেশ” শীর্ষক সচেতনতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পুষ্টিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, মানসিক সুরক্ষা, গর্ভবতী মায়েদের গর্ভকালীন ও প্রসবপরবর্তী সেবা নিশ্চিতকরণ, অপ্রয়োজনীয় সিজার পরিহারপূর্বক নরমাল ডেলিভারী বৃদ্ধির করে অর্থনৈতিক অপচয় রোধ করার প্রয়াসে “নিরাপদ মাতৃত্বে টেকসই উন্নত বাংলাদেশ” শীর্ষক সচেতনতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, জাতিকে মানব সম্পদে পরিণত করতে হবে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিলেই একটি দেশের উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যায়। যাতে করে একটি নারী, একটি শিশুর যেন মৃত্যু না হয়; সে জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেয়েদের বেশি বেশি স্বাস্থ্য সম্মত খাবার দিতে হবে। কমপক্ষে একটি বছর হলেও মা ও শিশুর যত্ন নিতে হবে। তাহলে দেশের উন্নয়ন সার্থক হবে। মা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয় সন্তান সুস্থ্য হবে না। মানবকল্যাণ খাত থেকে নারীদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য ব্যয় করতে আহ্বান জানাই।
তিনি আরো বলেন, হাজীগঞ্জে কিশোরীর কিশোরীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় নিয়ে উঠান বৈঠক উদ্যোগ প্রশংসনীয়। মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যুর হার রোধে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আগের চেয়ে আমাদের দেশে মাথাপিছু আয় অনেক বেড়েছে। সচেতন হতে হবে নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায়। গরীব গর্ভবতী মায়েদের ডাক্তারের কাছে আসা-যাওয়ার খরচ ব্যবস্থা করে দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, উপজেলা মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মানিক হোসেন প্রধানিয়া, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাজী জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, গোলাম মোস্তফা স্বপন, মনির হোসেন গাজী প্রমুখ।