বাকিলায় মা ও কিশোরীদের স্বাস্থ্য সচেতন বিষয়ক উঠান বৈঠক

  • আপডেট: ০৩:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২১

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর পাটওয়ারী বাড়ীতে মা ও কিশোরীদের নিয়ে স্বাস্থ্য সচেতন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান, বয়ঃসন্ধিকালীণ পরিচর্যা, গর্ভবতী মায়েদের গর্ভকালীণ সেবা, প্রসব সেবা ও প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে বুধবার সকালে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও কিশোরীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। তিনি তার বক্তব্যে বলেন, আমরা সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয়ভাবে আপনাদের সাথে কাজ করি। আমরা আপনাদের কর্মচারী। আপনারা সরকারি সেবা গ্রহণ করুন। কোথাও কোন ধরনের সমস্যা দেখা দিয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান অথবা আমার সাথে কথা বলুন।
তিনি বলেন, সরকার ঘোষিত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সুস্থ ও সু-শিক্ষিত জাতী গঠনের বিকল্প নেই। এ জন্য সরকার মা ও কিশোর-কিশোরীদের প্রতি গুরুত্ব দিয়েছে। যার অন্যতম প্রধান লক্ষ হচ্ছে ২০২২ সালের মধ্যে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনা। তাই মা ও কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে কাজ করা হচ্ছে।
মা’দের উদ্দেশ্যে ইউএনও বৈশাখী বড়ুয়া বলেন, গর্ভকালীণ সময়ে অন্তত চারবার চিকিৎসকের পরামর্শ নিন। সামাজিক কুসংস্কার এড়িয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বাড়ীতে অনিরাপদ প্রসব এবং অকারণে ও অপ্রয়োজনী সিজার পরিহার করুণ। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ ও নরমাল প্রসবের ব্যবস্থা রয়েছে। তাই আপনারা এখান থেকে গর্ভ ও প্রসবকালীণ এবং প্রসবোত্তর সেবা নিন, সুস্থ থাকুন। এতে করে আপনারা শারিরিক এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা পাবেন।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতির স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মাঈনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুজ্জামান পাটোযারী প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহিন উদ্দিনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী, ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম ও আবু সালেহ মো. নাসিম, বাকিলা ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শিকা শাহনাজ বেগম, পরিবার কল্যান সহকারী জাকিয়া বেগম, ফারজানা আক্তার, সাজুদা বেগম, পিপিভি সখিনা বেগম, সুমি আক্তার, বিউটি, মর্জিনাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাটিলা পূর্ব ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাকিলায় মা ও কিশোরীদের স্বাস্থ্য সচেতন বিষয়ক উঠান বৈঠক

আপডেট: ০৩:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর পাটওয়ারী বাড়ীতে মা ও কিশোরীদের নিয়ে স্বাস্থ্য সচেতন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান, বয়ঃসন্ধিকালীণ পরিচর্যা, গর্ভবতী মায়েদের গর্ভকালীণ সেবা, প্রসব সেবা ও প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে বুধবার সকালে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও কিশোরীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। তিনি তার বক্তব্যে বলেন, আমরা সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয়ভাবে আপনাদের সাথে কাজ করি। আমরা আপনাদের কর্মচারী। আপনারা সরকারি সেবা গ্রহণ করুন। কোথাও কোন ধরনের সমস্যা দেখা দিয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান অথবা আমার সাথে কথা বলুন।
তিনি বলেন, সরকার ঘোষিত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সুস্থ ও সু-শিক্ষিত জাতী গঠনের বিকল্প নেই। এ জন্য সরকার মা ও কিশোর-কিশোরীদের প্রতি গুরুত্ব দিয়েছে। যার অন্যতম প্রধান লক্ষ হচ্ছে ২০২২ সালের মধ্যে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনা। তাই মা ও কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে কাজ করা হচ্ছে।
মা’দের উদ্দেশ্যে ইউএনও বৈশাখী বড়ুয়া বলেন, গর্ভকালীণ সময়ে অন্তত চারবার চিকিৎসকের পরামর্শ নিন। সামাজিক কুসংস্কার এড়িয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বাড়ীতে অনিরাপদ প্রসব এবং অকারণে ও অপ্রয়োজনী সিজার পরিহার করুণ। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ ও নরমাল প্রসবের ব্যবস্থা রয়েছে। তাই আপনারা এখান থেকে গর্ভ ও প্রসবকালীণ এবং প্রসবোত্তর সেবা নিন, সুস্থ থাকুন। এতে করে আপনারা শারিরিক এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা পাবেন।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতির স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মাঈনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুজ্জামান পাটোযারী প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহিন উদ্দিনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী, ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম ও আবু সালেহ মো. নাসিম, বাকিলা ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শিকা শাহনাজ বেগম, পরিবার কল্যান সহকারী জাকিয়া বেগম, ফারজানা আক্তার, সাজুদা বেগম, পিপিভি সখিনা বেগম, সুমি আক্তার, বিউটি, মর্জিনাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।