নিজস্ব প্রতিনিধি:
গাঁজা খাওয়ার অপরাধে চাঁদপুরে মোঃ মোতালেব জমাদার(৩৫) নামের এক মাদকসেবীকে ৩ মাসের সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে।১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ড দেওয়া হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।তিনি জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯ এর উপধারা ১ এর দফা (গ) লংঘন করেছে এক মাদকসেবী।সেই অপরাধে ধারা ৩৬(১) এর সারণী ২১ মোতাবেক তাকে ০৩(তিন) মাস বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ২০০/-(দুইশত টাকা) অর্থ দন্ড ধার্য করে আদায় করা হয়েছে।দন্ডপ্রাপ্ত মাদক সেবীর নাম মোঃ মোতালেব জমাদার।যিনি চাঁদপুর সদরের দক্ষিণ মদনা গ্রামের মৃত হালিম জমাদারের ছেলে।তিনি আরো জানান,দন্ডপ্রাপ্ত মোতালেবের থেকে কাগজে মোড়ানো গাঁজা ৪০(চল্লিশ গ্রাম), গাঁজা কাটার কাঁচি ০১টি এবং একটি দিয়াসলাইয়ের বাক্স সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইন্সপেক্টর ও সঙ্গীয়ফোর্স তাকে হাতেনাতে আটক করে।পরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সে মাদক (গাঁজা) সেবন করে আসছেন জানিয়ে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।এদিকে এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান,পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।