হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ২৬জন

  • আপডেট: ০৩:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫

মোহাম্মদ হাবীব উল্যাহ:

হাজীগঞ্জে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ২৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাংলা ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় আরবি ১ম পত্র ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪২৭ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩ হাজার ৪১১ জন, অনুপস্থিত ১৬ জন।

৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দাখিল পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৯৪৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৯৩৬ জন, অনুপস্থিত ৮ জন। অপর দিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৫৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৫৫ জন, অনুপস্থিত ২ জন।

পরীক্ষা শুরুর পর থেকে সবগুলো কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবং শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

Tag :
সর্বাধিক পঠিত

হাটিলা পূর্ব ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ২৬জন

আপডেট: ০৩:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

মোহাম্মদ হাবীব উল্যাহ:

হাজীগঞ্জে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ২৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাংলা ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় আরবি ১ম পত্র ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪২৭ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩ হাজার ৪১১ জন, অনুপস্থিত ১৬ জন।

৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দাখিল পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৯৪৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৯৩৬ জন, অনুপস্থিত ৮ জন। অপর দিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৫৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৫৫ জন, অনুপস্থিত ২ জন।

পরীক্ষা শুরুর পর থেকে সবগুলো কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবং শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।