স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন- ২০২০খ্রি. অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরসভাধীন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি পন্ডিত শ্রী কালীপদ চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক শ্রী বাবুল চক্রবর্তী।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সিনিয়র শিক্ষক শ্রীযুক্ত বাবু মহাদেব চক্রবর্তী। উপজেলা ব্রাহ্মণ সংসদের আহবায়ক পন্ডিত দলায় রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় ব্রাহ্মণ সংসদের প্রচার সম্পাদক কাকন চক্রবর্তী।
ফরিদগঞ্জ উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক পন্ডিত শ্রী শংকর চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা ব্রাহ্মণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রণয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শ্রী বলরাম গোস্বামী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী মিন্টু চক্রবর্তী টুটুল, প্রচার সম্পাদক শ্রী পবিত্র কুমার চক্রবর্তী, দপ্তর সম্পাদক শ্রী কমল চক্রবর্তী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী নিবাস চক্রবর্তী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী পার্থ সারথি চক্রবর্তী, সহ-সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, শ্রী গোপাল চক্রবর্তী ও ডা. কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী বিমল ভট্টাচার্য্য পিন্টু, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি পন্ডিত শ্রী দিলীপ অধিকারী প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে প্রস্তাব ও সমর্থকদের ভিত্তিকে হাজীগঞ্জ উপজেলা ব্রাহ্মণ সংসদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন প্রধান অতিথি পন্ডিত শ্রী কালীপদ চক্রবর্তী। এতে সভাপতি হয়েছেন পন্ডিত দয়াল রঞ্জন চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি শ্রী তপন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র চক্রবর্তী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শ্রী কিরণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্রী অমিত চক্রবর্তী। এছাড়াও সম্পাদকীয় পদে আরো ২০জন এবং কার্য-নির্বাহী সদস্য পদে ২০জন সদস্য রয়েছেন।