আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের মারিব প্রদেশে জাতিসংঘ স্বীকৃত সরকারের সামরিক ঘাঁটিতে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলার অভিযোগ উঠেছে। এতে সরকারি বাহিনীর ৯ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ‘ভুল করে’ সাবেক প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত বাহিনীর স্থাপনায় ওই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ নিহত হয়েছে। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘মারিব প্রদেশের উত্তরাঞ্চলীয় জাফরা এলাকায় সরকারপন্থি বাহিনীর সামরিক ঘাঁটিতে ভুল করে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এতে ৯ সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়।’
হাদি বাহিনীকে হটিয়ে সম্প্রতি ইয়েমেনের বিভিন্ন এলাকা দখল করেছে হুথি বিদ্রোহীরা। আল জাওয়াফের সঙ্গে মারিব প্রদেশের সংযুক্ত সড়ক ও সানা প্রদেশের নেহম জেলা দখল করে তারা। গতকাল আল জাওয়াফ প্রদেশের রাজধানী হাজমে হুথিদের হামলার খবর পাওয়া গেছে। অসমর্থিত সূত্র জানিয়েছে, ওই শহরে তারা প্রবেশ করেছে।