অনলাইন ডেস্ক:
হাজীগঞ্জে ইভটিজার দলের হামলায় ছোট ভাইসহ (১০) আহত হয়েছে এক মাদরাসা ছাত্রী (১৩)। ঘটনার পর ওই ছাত্রীর বাবা মঙ্গলবার (২৮ জানুয়ারি) থানায় অভিযোগ দেওয়ার পরেই পুলিশ অভিযুক্ত ইভটিজার মো. ইউসুফ (২৬) তার বন্ধু মো. রিয়াদকে (২৫) গ্রেফতার করেছে।
হামলার ঘটনাটি ঘটে সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়ার অটো রিকশা স্ট্যান্ডের সামনে সড়কের ওপর। ছাত্রী ও তার ভাই ওই এলাকার নওহাটা ফাজিল মাদরাসার শিক্ষার্থী।
গ্রেফতারকৃতরা কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া শাহ আলম মাস্টার বাড়ির শহীদের ছেলে ইউসুফ ও রিয়াদ পার্শবর্তী ছয়ছিলা গ্রামের বর্ধন বাড়ির ফারুক হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটি মাদরাসায় যাওয়া-আসার পথে ইউসুফ প্রেমের প্রস্তাবসহ নানানভাবে উত্ত্যক্ত করত। ইউসুফের বন্ধুরাও ইভটিজিংয়ে অংশ নিত। বিষয়টি সে বাড়ি গিয়ে তার পরিবারকে জানায়। এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে ইউসুফের পরিবারকে ঘটনাটি জানায়। পরিবারকে জানানোয় ইউসুফ ক্ষুদ্ধ হয়ে বন্ধুদের নিয়ে সোমবার বিকেলে মাদরাসা ছুটি শেষে সাকছিপাড়া অটোস্ট্যান্ডের সামনে পথ আগলে দাঁড়ায়। এ সময় ইউসুফ ছাত্রীর শরীরের স্পর্শকারত স্থানে হাত দেওয়াসহ হয়রানি করতে থাকে। বোনকে অপমান করায় প্রতিবাদ করতে যায় ভাই। এ সময় তার ওপর হামলা চালায় বখাটেরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা হুমকি দেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, ছাত্রীর বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ এজহারনামীয় অপর এক আসামিকে আটক করা হয়েছে। ছাত্রীর পরিবারের নিরাপত্তাসহ উপজেলায় যেন দ্বিতীয় এমন ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখছি।