মতলবের নাগদায় অটোরিক্সা-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট: ০২:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ২০

মতলব দক্ষিণ প্রতিনিধি:

মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পশ্চিম নাগদা মোড় এলাকায় গতকাল ২৪ জানুয়ারি শুক্রবার বেলা ১২টায় অটোরিক্সা (সিএনজি) প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। এদের প্রত্যেকর অবস্থা আশংকাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন উপজেলার নারায়নপুর বাজার থেকে একটি যাত্রী বাহী অটোরিক্সা (সিএনজি, চাঁদপুর-থ-১১-২০৪৫) মতলবের উদ্দেশ্যে ছেড়ে পশ্চিম নাগদা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-২৭-৯৩১২)এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা ড্রাইভার ও যাত্রীসহ পাশের পুকুরে ছিটকে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা চালক পূর্ব নাগদা গ্রামের মনির হোসেন (৫৫), যাত্রী নবকলস গ্রামের নুরুল ইসলাম (৫০), উপাদী গ্রামের নূরজাহান (৫৫), সাফায়েত (৬) ও মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর গ্রামের তামান্না (৩২) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত সময়ে চালক ও যাত্রীদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নারায়ণপুর হাসপাতালে প্রেরণ করে।
আহত নূরজাহানের ভাগিনা ফারুক জানান, দূর্ঘটনায় গুরুতর আহত আমার খালা ও তার নাতিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক আহত চালকসহ অপর দুই যাত্রীকে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস স্ট্রেশন ইনচার্জ আসাদুজ্জামান মিয়া বলেন, দূর্ঘটনায় ছিটকে পড়া সিএনজির যাত্রী পুকুরে নিখোঁজ আছে শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং ঐ পুকুরে তল্লাশী চালাই। পরে আহতদের পরিচয় পেয়ে কেউ পুকুরে নেই বলে নিশ্চিত হই। বিষয়টি উৎসুক জনতাকে আশ্বস্ত করি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থল যায়। অটোরিক্সা ও মাইক্রোবাস উদ্ধার করে ও স্থানীয় জনতাকে শান্ত করে।

Tag :
সর্বাধিক পঠিত

যেভাবে হ ত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফলকে

মতলবের নাগদায় অটোরিক্সা-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৫

আপডেট: ০২:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০

মতলব দক্ষিণ প্রতিনিধি:

মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পশ্চিম নাগদা মোড় এলাকায় গতকাল ২৪ জানুয়ারি শুক্রবার বেলা ১২টায় অটোরিক্সা (সিএনজি) প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। এদের প্রত্যেকর অবস্থা আশংকাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন উপজেলার নারায়নপুর বাজার থেকে একটি যাত্রী বাহী অটোরিক্সা (সিএনজি, চাঁদপুর-থ-১১-২০৪৫) মতলবের উদ্দেশ্যে ছেড়ে পশ্চিম নাগদা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-২৭-৯৩১২)এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা ড্রাইভার ও যাত্রীসহ পাশের পুকুরে ছিটকে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা চালক পূর্ব নাগদা গ্রামের মনির হোসেন (৫৫), যাত্রী নবকলস গ্রামের নুরুল ইসলাম (৫০), উপাদী গ্রামের নূরজাহান (৫৫), সাফায়েত (৬) ও মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর গ্রামের তামান্না (৩২) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত সময়ে চালক ও যাত্রীদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নারায়ণপুর হাসপাতালে প্রেরণ করে।
আহত নূরজাহানের ভাগিনা ফারুক জানান, দূর্ঘটনায় গুরুতর আহত আমার খালা ও তার নাতিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক আহত চালকসহ অপর দুই যাত্রীকে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস স্ট্রেশন ইনচার্জ আসাদুজ্জামান মিয়া বলেন, দূর্ঘটনায় ছিটকে পড়া সিএনজির যাত্রী পুকুরে নিখোঁজ আছে শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং ঐ পুকুরে তল্লাশী চালাই। পরে আহতদের পরিচয় পেয়ে কেউ পুকুরে নেই বলে নিশ্চিত হই। বিষয়টি উৎসুক জনতাকে আশ্বস্ত করি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থল যায়। অটোরিক্সা ও মাইক্রোবাস উদ্ধার করে ও স্থানীয় জনতাকে শান্ত করে।