ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গত রোববার সম্পন্ন হয়েছে। মাদ্রাসা মাঠে মাদ্রাসার দুই দিন ব্যাপি মাহফিলে মাদ্রাসা অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুবর রহমানের সভাপতিত্বে শেষ দিন রোববার ওয়াজ করেন ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ কাফীল উদ্দিন সরকার সালেহী, মজিদিয়া কাশিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, ফকীহ মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী, মুদাররেন মাও. আব্দুল আজিজ নেছারী এবং প্রথম দিন শনিবার ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন গুলশান শাহজাদপুর জামে মসজিদের খতিব ড. মাও. মুর্শেদ আলম সালেহী, মাওলানা আবু হানিফ আনোয়ারী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মমিনুল ইসলাম খান, মাওলানা নিজাম উদ্দিন নোমানী।
ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ কাফীল উদ্দিন সরকার সালেহী সুরা ফাতেহার ব্যাখা করে বলেন, পৃথিবীতে কুরআন নাজিলের পুর্বেই সুরা ফাতেহা নাজিল হয়েছে। সুরা ফাতেহা পৃথিবীর সূচনার অনেক ব্যাখ্যা বহন করে। তাই পবিত্র কুরআনের সুরা ফাতেহার অনেক তাৎপর্য রয়েছে।
তিনি আরো বলেন, সুরা ফাতেহার গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তাফসির করেন। আলোচনা শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন। এর আগে রোববার সন্ধ্যায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিশদ সদস্য মশিউর রহমান মিটু, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির এবং মাদ্রাসার গভণিং বডির সদস্য সাবেক পৌর প্রশাসক সফিকুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।