চাঁদপুর প্রতিনিধি॥চাঁদপুরে আবাসিক বাসা থেকে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাদের সহযোগিতায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ কর্তৃক ৮ যুবক-যুবতীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুনদী মাদ্রাসা রোডস্থ জেনিকা বিনতে কবির এর একটি ভাড়া করা বাসায়।
চাঁদপুর মডেল থানার পুলিশ কর্তৃক আটককৃতরা হচেছ, বাসা ভাড়া নিয়ে যুবক যুবতীদেরকে এ বাসায় সুযোগ করে দেওয়া যুবতী জেনিকা বিনতে কবির(২৩) পিতা কবির চৌধুরী,শ্রবনী সেন (২০)পিতা অমূল্য চন্দ্র সেন,মনি আক্তার (২০) পিতা নওয়াব আলী,যুবক মো: কামাল হোসাইন(২২) পিতা মো: দেলোয়ার হোসেন সরদার,মো: হাবিবুর রহমান(২২) পিতা মো: সিরাজুল ইসলাম,আকিল উদ্দিন ইব্রাহিম(২২) পিতা আবুল হোসেন,মো: আবু বক্কর(২৩) পিতা শাহজামাল নওদাগর ও মো: আল-আমিন(২১) পিতা মো: শহিদুল ইসলাম। এদের বাড়ী শহরের মাদ্রাসা রোড,হাজিগঞ্জ,মতলব,গুয়াখোলা ও সদর উপজেলার দাসাদি বিষ্ণপুর এলাকায়।
এ অভিযানে নেতৃত্বদেন মডেল থানার উপ-পরিদর্শক মো:মফিজুর ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মো: শাখায়াত হোসেন ও সঙ্গীয় পুলিশফোর্স। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়,চাঁদপুর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত বিষ্ণুনদী মাদ্রাসা রোডস্থ এলাকার একটি বাসায় জেনিকা বিনতে কবির(২৩) নামক জনৈক যুবতী বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কাজ চালিয়ে যাচিছল। এ ধরনের অসামাজিক কার্যকলাপ এলাকাবাসীর দৃস্টিগোচর হয়। এতে করে এলাকাবাসীর মধ্যে মারাত্বক উত্তেজনার সৃস্টি হয়। এক পর্যায়ে গতকাল শনিবার বিকেলে ঐ বাসায় একদল যুবক অবস্থান নেওয়ার কারনে এলাকাবাসীর মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে। এতে করে এলাকাবাসী এক হয়ে ঐ বাসারটির বাহির দিক থেকে দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঐ বাসার দরজার তালা খুলে বাসা থেকে ৮জন যুবক-যুবতীকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাছিম উদ্দিন জানান, এ ধরনের অসামাজিক কাজের খবর পাওয়ার পর থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে একটি বাসা থেকে ৮জন যুবক-যুবতীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে আইনানুগ তদন্ত করে এদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করা হবে।