মো. মহিউদ্দিন আল আজাদ:
দেশে বইছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। কাঁপিয়ে পড়ছে শীত। সুর্যের দেখা নেই। দূঃখে শেষ নেই শ্রমজীবীদের। শীতের তীব্রতায় চাঁদপুরে নেমে এসেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকালে চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।
চাঁদপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে শীতের তীব্রতা বেড়েছে। এ জেলায় শীতের তীব্রতা থাকবে আরো কয়েক দিন।
শীতের তীব্রতায় গরীব দূঃখীদের পাশে দাঁড়িয়েছেন হাজীগঞ্জ পৌরসাভার জননন্দিত পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব উল আলম লিপন। তিনি বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ বাজারের ফুটপাতে বসে থাকা গরীব ও অসহায় এবং শীতে জবুথবু হয়ে থাকা রিক্সাওয়ালা, দিনমজুরদের মাঝে কম্বল বিতরণ করেন।
চাঁদপুর আবহাওয়া অফিস কর্মকর্তা শাহ্ মো. শোয়েব জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চলমান শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন সম্ভাবনা রয়েছে।