র‌্যাবের হাতে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হাজীগঞ্জের কে এই মামুন

  • আপডেট: ০৪:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ১৬

হাজীগঞ্জ, ২০ ডিসেম্বর, শুক্রবার॥

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য চাঁদপুরের হাজীগঞ্জের মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব (১৮)’সহ ৪জনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে শাহআলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মাঝে রয়েছে হাজীগঞ্জ উপজেলার উপজেলার গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের পয়ালজোস গ্রামের শাহ আকবরের ছেলে।

আটক মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব জেলার কচুয়া উপজেলার কাদলা ফাযিল মাদরাসার আলিম (একাদশ) শ্রেণির ছাত্র ছিল। সে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধড্ডা গ্রামের আল আকসা জামে মসজিদে ইমামতি করত এবং মসজিদ সংলগ্ন বাড়ীতে লজিন থাকতো। রাতে মসজিদের হুজরা খানায় থাকতেন। তার বাবা শাহ আকবার একই গ্রামের সফরউদ্দিন মিজিবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন।
বধুবার (১৮ডিসেম্বর রাতে) নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে আবদুল আল মামুন আসাদুল্লাহিল গালিব আটক করে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মলে হক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মামুনসহ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের পয়ালজোস গ্রামের বাসিন্দা। তার বাবার দেয়া ইমামতি চাকরি দুই মাস আগে ছেড়ে লাপাত্তা হয়ে যায় সে।

আটক মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব ২ মাস আগে ফজর নামাজ পড়ে মাদরাসায় গিয়ে আর মসজিদে ফিরে আসেনি একই সময়ে তারা শাহ্আকবরও মসজিদের চাকুরী ছেড়ে দেয়।

পয়ালজোস গ্রামের ইউপি সদস্য শাহ আলম বলেন, ইমাম শাহ আকবরের তিন ছেলে। মামুন দ্বিতীয় ছেলে। শাহ আকবরের তিন ছেলের সবাই পড়াশোনা করে। মামুনকে এলাকায় কম দেখা যেত। বাবার সঙ্গেই কর্মস্থলে থাকত বলে জানি।

হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু বলেন, মামুন ধড্ডা আল আকসা জামে মসজিদে ইমামতি করত। তার বাবা শাহ আকবর ওই গ্রামের সফরউদ্দিন মিজিবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। দুই মাস আগে বাবা ও ছেলে চাকরি ছেড়ে চলে যায়।

গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের অন্য সদস্যরা হল- ঢাকার মোহাম্মদ আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী (৩৮), নোয়াখালীর মো. মেহেদী হাসান শাকিল ওরফে বাবু (২০) ও মাগুরার মো. নাজমুল হাসান (২৯)।

এ সময় তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে জঙ্গি সংগঠনের বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল সামগ্রী পাওয়া যায়।

Tag :
সর্বাধিক পঠিত

অধ্যক্ষ চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি যা বললো

র‌্যাবের হাতে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হাজীগঞ্জের কে এই মামুন

আপডেট: ০৪:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

হাজীগঞ্জ, ২০ ডিসেম্বর, শুক্রবার॥

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য চাঁদপুরের হাজীগঞ্জের মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব (১৮)’সহ ৪জনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে শাহআলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মাঝে রয়েছে হাজীগঞ্জ উপজেলার উপজেলার গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের পয়ালজোস গ্রামের শাহ আকবরের ছেলে।

আটক মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব জেলার কচুয়া উপজেলার কাদলা ফাযিল মাদরাসার আলিম (একাদশ) শ্রেণির ছাত্র ছিল। সে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধড্ডা গ্রামের আল আকসা জামে মসজিদে ইমামতি করত এবং মসজিদ সংলগ্ন বাড়ীতে লজিন থাকতো। রাতে মসজিদের হুজরা খানায় থাকতেন। তার বাবা শাহ আকবার একই গ্রামের সফরউদ্দিন মিজিবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন।
বধুবার (১৮ডিসেম্বর রাতে) নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে আবদুল আল মামুন আসাদুল্লাহিল গালিব আটক করে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মলে হক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মামুনসহ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের পয়ালজোস গ্রামের বাসিন্দা। তার বাবার দেয়া ইমামতি চাকরি দুই মাস আগে ছেড়ে লাপাত্তা হয়ে যায় সে।

আটক মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব ২ মাস আগে ফজর নামাজ পড়ে মাদরাসায় গিয়ে আর মসজিদে ফিরে আসেনি একই সময়ে তারা শাহ্আকবরও মসজিদের চাকুরী ছেড়ে দেয়।

পয়ালজোস গ্রামের ইউপি সদস্য শাহ আলম বলেন, ইমাম শাহ আকবরের তিন ছেলে। মামুন দ্বিতীয় ছেলে। শাহ আকবরের তিন ছেলের সবাই পড়াশোনা করে। মামুনকে এলাকায় কম দেখা যেত। বাবার সঙ্গেই কর্মস্থলে থাকত বলে জানি।

হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু বলেন, মামুন ধড্ডা আল আকসা জামে মসজিদে ইমামতি করত। তার বাবা শাহ আকবর ওই গ্রামের সফরউদ্দিন মিজিবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। দুই মাস আগে বাবা ও ছেলে চাকরি ছেড়ে চলে যায়।

গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের অন্য সদস্যরা হল- ঢাকার মোহাম্মদ আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী (৩৮), নোয়াখালীর মো. মেহেদী হাসান শাকিল ওরফে বাবু (২০) ও মাগুরার মো. নাজমুল হাসান (২৯)।

এ সময় তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে জঙ্গি সংগঠনের বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল সামগ্রী পাওয়া যায়।