প্রচণ্ড শীতে কাঁপছে দেশ

  • আপডেট: ০৩:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ২২

অনলাইন ডেস্ক:

প্রচণ্ড শীতে কাঁপছে দেশ। সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো ২ দিন। এমন আভাইস দিচ্ছে আবহাওয়া অফিস।শৈত্যপ্রবাহের সাথে সাথে তাপমাত্রাই কমতে শুরু করেছে। ইতোমধ্যে হাড়কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত দুইদিন ধরে মৃদু থেকে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৪০ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অপর দিকে কুয়াশা না থাকলেও সূর্যের তাপে কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক গণমাধ্যমকে বলেন, গত পরশু রাত থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে চুয়াডাঙ্গা সহ এর আশে পাশে অব্যাহত রয়েছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরো কয়েক দিন থাকবে। শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত থাকতে বাঁচার চেস্টা করছে হতদরিদ্ররা।

Tag :
সর্বাধিক পঠিত

ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হাজীগঞ্জের মাহবুব আলম ২ দিনের রিমান্ডে

প্রচণ্ড শীতে কাঁপছে দেশ

আপডেট: ০৩:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

প্রচণ্ড শীতে কাঁপছে দেশ। সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো ২ দিন। এমন আভাইস দিচ্ছে আবহাওয়া অফিস।শৈত্যপ্রবাহের সাথে সাথে তাপমাত্রাই কমতে শুরু করেছে। ইতোমধ্যে হাড়কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত দুইদিন ধরে মৃদু থেকে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৪০ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অপর দিকে কুয়াশা না থাকলেও সূর্যের তাপে কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক গণমাধ্যমকে বলেন, গত পরশু রাত থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে চুয়াডাঙ্গা সহ এর আশে পাশে অব্যাহত রয়েছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরো কয়েক দিন থাকবে। শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত থাকতে বাঁচার চেস্টা করছে হতদরিদ্ররা।