অনলাইন ডেস্ক:
সীমান্তে চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার পিলখানায় বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: ‘সীমান্তে মাদক-চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’কে আরো দৃঢ় পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। শান্তি-শৃংখলা বজায় রেখে, দেশপ্রেম ও সততা নিয়ে সীমান্ত রক্ষায় কাজ করতে হবে বিজিবি’কে। সবসময় নিয়ম-নীতি মেনে সততার সাথে নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। যেনো দেশ আজ অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকে।’
বিজিবি ২২৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি সীমান্তরক্ষী বাহিনী উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘বার বার এর নাম-পোশাক পরিবর্তন হয়েছে। তারপরও বলবো আমাদের সীমান্ত রক্ষায় বিজিবি’র ভূমিকা অপরিসীম। আমাদের স্বাধীনতা অর্জনে বিজিবি’র বিরাট ভূমিকা রয়েছে। শুধু স্বাধীনতা অর্জনে নয় যেকোনো দুর্যোগে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকে।’
‘আমরা চাই এই বাহিনী আরো সুরক্ষিত থাকুক। বিজিবিরা যাতে বিভিন্ন দুর্গম এলাকায় কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ মিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করেছি। যাতে করে সময়ের সাথে সাথে উন্নয়নের সাথে বিজিবির অবস্থারও উন্নতি হয়।’
প্রধানমন্ত্রী বলেন: ‘দেশকে ভালোবোসে দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করবেন। দেশ যদি উন্নত হয় আপনাদের পরিবার পরিজনরাই উন্নত হবে। এদেশের মানুষ উন্নত হবে।’