সজীব খান, চাঁদপুর।।
চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হযরত আলী বেপারীর উদ্যােগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় হানারচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হযরত আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।