সজীব খানঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আল মামুন লিটুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে ভূমিদাতা ফরিদ উদ্দিন আহম্মেদ (পলাশ) পাটওয়ারী।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার উন্নয়নে রুপকার, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে আর ওয়াদুদ টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীসহ সদর উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ যে স্বিদ্ধান্ত নিয়েছেন, সে স্বিদ্ধান্ত তিনি সাদরে গ্রহন করে উপজেলা আওয়ামী লীগের সকল নের্তৃবৃন্দেকে ধন্যবাদ জানিয়েন। সেই সাথে দলের প্রয়োজনে যে কোন সময়
তাকে ডাকলে তিনি সাড়া দিবেন, তিনি বলেন রাজনীতিতে প্রতিযোগীতা আছে, প্রতিহিংসা নয়। উল্লেখ্য ফরিদ উদ্দিন আহম্মেদ পলাশ পাটওয়ারী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন।