মোহাম্মদ হাবীব উল্যাহ্:
আগামি ১৩ জানুয়ারী (সোমবার) হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করে গত ২ ডিসেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তফসিল ঘোষণার দিন থেকে ছুটির দিনসহ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে।
১৫ ডিসেম্বর (রোববার) রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২২ ডিসেম্বর (রোববার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩ জানুয়ারী (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে।
গত ২৫ সেপ্টেম্বর নব-নির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল হৃদরোগ জনিত কারনে কাজী দুলাল মৃত্যুবরণ করেন। তিনি ২৯ জুলাই উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। শপথ গ্রহণের মাত্র এক মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।
এর পূর্বে গত ৩১ মার্চ একই ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কাশেম সর্দার অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করলে ২৯ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।