আন্তর্জা‌তিক চক্রা‌ন্তে জা‌তির জনক‌কে স্বপ‌রিবা‌রে নির্মমভা‌বে হত্যা ক‌রে

  • আপডেট: ০২:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ২৫

চাঁদপুর, ৬ ডিসেম্বর, বুধবার:

৪নং ওয়ার্ড চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ডি‌সেম্বর বিকেলে পুরান বাজার ৩নং বালক সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, এক‌টি ঘুমন্ত জা‌তি‌কে বঙ্গবন্ধু জাগ্রত ক‌রে স্বাধীনতার জন্য প্রস্তুত ক‌রে‌ছে। বঙ্গবন্ধু আমা‌দের এক‌টি স্বাধীন দেশ, পতাকা, সং‌বিধান দি‌য়েছি‌লেন। বঙ্গবন্ধু যখন দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছি‌লেন ঠিক সে সময় আন্তর্জা‌তিক চক্রা‌ন্তে জা‌তির জনক‌কে স্বপ‌রিবা‌রে নির্মমভা‌বে হত্যা ক‌রে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে পা‌কিস্থানী স্বার্থ হা‌সিল ক‌রে‌ছেন। আজ খা‌লেদা জিয় চু‌রি দা‌য়ে জে‌লে, তার ছে‌লে তা‌রেক রহমান চু‌রির দা‌য়ে জেল খাটার ভ‌য়ে দে‌শের বাই‌রে পা‌লি‌য়ে বেড়া‌চ্ছে।

‌তি‌নি অা‌রো ব‌লেন, বিএন‌পি মিথ্যা ই‌তিহা‌স দে‌শের সর্বত্র ছ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছিল। আজ দে‌শের মানুষ সত্য ই‌তিহাসগু‌লো জান‌তে পে‌রে‌ছে। আজ দে‌শের অ‌র্ধে‌কের বেশী নারী। তাই নারী‌দের ঘ‌রে রে‌খে দে‌শের উন্নয়ন অগ্রগ‌তি সম্ভব নয়। দ‌লের প্র‌ত্যেক সেক্টর নারী‌দের অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে। দ‌লে ২৫ ভাগ নারী‌দের স্থান দেওয়ার অনু‌রোধ জানা‌চ্ছি।

জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সোনার বাংলাদেশে পেয়েছি। বঙ্গবন্ধুর দেশের উন্নয়নে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আজকে তিনি বেচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত দেশে পরিণত হতো। জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। শুধু তাই নয়, আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ব বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি দিকে তাকিয়ে রয়েছে।

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ক‌রিম বিপ্লবের পরিচালায় উদ্বোধের বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অাহসান উল্যা অাখন্দ, সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, কৃ‌ষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

আন্তর্জা‌তিক চক্রা‌ন্তে জা‌তির জনক‌কে স্বপ‌রিবা‌রে নির্মমভা‌বে হত্যা ক‌রে

আপডেট: ০২:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯

চাঁদপুর, ৬ ডিসেম্বর, বুধবার:

৪নং ওয়ার্ড চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ডি‌সেম্বর বিকেলে পুরান বাজার ৩নং বালক সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, এক‌টি ঘুমন্ত জা‌তি‌কে বঙ্গবন্ধু জাগ্রত ক‌রে স্বাধীনতার জন্য প্রস্তুত ক‌রে‌ছে। বঙ্গবন্ধু আমা‌দের এক‌টি স্বাধীন দেশ, পতাকা, সং‌বিধান দি‌য়েছি‌লেন। বঙ্গবন্ধু যখন দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছি‌লেন ঠিক সে সময় আন্তর্জা‌তিক চক্রা‌ন্তে জা‌তির জনক‌কে স্বপ‌রিবা‌রে নির্মমভা‌বে হত্যা ক‌রে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে পা‌কিস্থানী স্বার্থ হা‌সিল ক‌রে‌ছেন। আজ খা‌লেদা জিয় চু‌রি দা‌য়ে জে‌লে, তার ছে‌লে তা‌রেক রহমান চু‌রির দা‌য়ে জেল খাটার ভ‌য়ে দে‌শের বাই‌রে পা‌লি‌য়ে বেড়া‌চ্ছে।

‌তি‌নি অা‌রো ব‌লেন, বিএন‌পি মিথ্যা ই‌তিহা‌স দে‌শের সর্বত্র ছ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছিল। আজ দে‌শের মানুষ সত্য ই‌তিহাসগু‌লো জান‌তে পে‌রে‌ছে। আজ দে‌শের অ‌র্ধে‌কের বেশী নারী। তাই নারী‌দের ঘ‌রে রে‌খে দে‌শের উন্নয়ন অগ্রগ‌তি সম্ভব নয়। দ‌লের প্র‌ত্যেক সেক্টর নারী‌দের অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে। দ‌লে ২৫ ভাগ নারী‌দের স্থান দেওয়ার অনু‌রোধ জানা‌চ্ছি।

জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সোনার বাংলাদেশে পেয়েছি। বঙ্গবন্ধুর দেশের উন্নয়নে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আজকে তিনি বেচে থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত দেশে পরিণত হতো। জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। শুধু তাই নয়, আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ব বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি দিকে তাকিয়ে রয়েছে।

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ক‌রিম বিপ্লবের পরিচালায় উদ্বোধের বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অাহসান উল্যা অাখন্দ, সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, কৃ‌ষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া।