অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে বোধবুদ্ধি লোপ পাওয়া বৃদ্ধ বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মন্ত্রিসভার উপপররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই। উত্তর কোরিয়ার নেতাকে ট্রাম্প ‘রকেটম্যান’ বলে সম্বোধন করায় তিনি এ মন্তব্য করলেন। খবর বিবিসির।
চো সন-হুই বলেছেন, এখনকার এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ভাষা ও অভিব্যক্তির কারণে মারমুখী পরিস্থিতি সৃষ্টি করা হয়, তাহলে অবশ্যই সেটা বয়সের কারণে বোধবুদ্ধি লোপ পাওয়া বৃদ্ধের আচরণ হিসেবেই গণ্য হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) ন্যাটো সম্মেলন চলাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘রকেটম্যান’ বলে সম্বোধন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জবাব দিল উত্তর কোরিয়া। এর মধ্যদিয়ে নতুন করে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার কথার লড়াই।