১২ শিক্ষার্থীকে অনুদান দিলেন জেলা প্রশাসক

  • আপডেট: ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ৩০

অনলাইন ডেস্ক:

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের দরিদ্র ও মেধাবী ১২জন শিক্ষার্থীকে অনুদানের চেক প্রদান করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান এসব শিক্ষার্থী ও অভিভাবকের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। এ সময় তাদের পড়ালেখার বিষয়ে খোঁজ খবর নো হয়।

উল্লেখ্য, বিগত কয়েক বছর চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে সহায়তা করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা যাতে করে অর্থের অভাবে পড়া-লেখা বন্ধ না করে সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা। এছাড়া এসব শিক্ষার্থী পড়া-লেখা শেষ করে অন্য দরিদ্র শিক্ষার্থীদের একইভাবে সহায়তা করবে এমন কথাও হয়েছে তাদের সাথে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

১২ শিক্ষার্থীকে অনুদান দিলেন জেলা প্রশাসক

আপডেট: ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের দরিদ্র ও মেধাবী ১২জন শিক্ষার্থীকে অনুদানের চেক প্রদান করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান এসব শিক্ষার্থী ও অভিভাবকের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। এ সময় তাদের পড়ালেখার বিষয়ে খোঁজ খবর নো হয়।

উল্লেখ্য, বিগত কয়েক বছর চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে সহায়তা করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা যাতে করে অর্থের অভাবে পড়া-লেখা বন্ধ না করে সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা। এছাড়া এসব শিক্ষার্থী পড়া-লেখা শেষ করে অন্য দরিদ্র শিক্ষার্থীদের একইভাবে সহায়তা করবে এমন কথাও হয়েছে তাদের সাথে।