নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২ লক্ষ টাকার অনুদানের চেক হাতে পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ উত্তরের সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাকা মহানগর উত্তর বাটারা থানা তাঁতীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাউসার আলম দুলু। তার বাবা আনোয়ার উল্লাহ মাষ্টার ছিলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা।
কাউসার দীর্ঘ দিন ধরে কিডনী জনিত সমস্যায় ভোগ ছিলেন কাউচার আলম দুলু। সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে কাউসার আলম (২৮) এর হাতে প্রধানমন্ত্রীর দেওয়া চেক তুলেদেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যা, জাতিসংঘ ইউনেস্কোর জ্বালানী বিষয়ক কমিটির সভাপতি, বিদ্যুৎ বিভাগ (পাওয়ার সেল) এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইণ।
চাঁদপুর শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দঃ ইউনিয়নের রাগৈ উত্তরের বাসিন্দা, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার আলম দুলু কিডনী জনিত রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্যে সহায়তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন পত্র চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের হাতে তুলে দেন দুলুর স্বজনরা। পরে তিনি আবেদন পত্রটি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেন। মননীয় প্রধানমন্ত্রী আবেদনের প্রেক্ষিতে ২ লক্ষ টাকার অনুদান বরাদ্দ করেন। দীর্ঘ দিন ধরে কিডনী জনিত সমস্যায় ভোগ ছিলেন মৃত আনোয়ার উল্লাহ মাষ্টারের ছোট ছেলে কাউচার আলম দুলু।