চাঁদপুর, ২৫ নভেম্বর, সোমবার:
চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অবসর প্রাপ্ত সহকারী মৌলবি মাও বেলাল হোসাইন পাটওয়ারী রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর চাঁদপুর শহরের খলিশাডুলি বণ বিগাগ অফিস রোডের পাটওয়ারী বাড়িতে দোয়ার আয়োজন করে মরহুমের ছোট ভাই মো. আনিছুর রহমান পাটওয়ারী।
এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন ও শিক্ষক হাফেজ মাও. হাবিবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, এবিএম ফারুকুল ইসলাম, মুফতি কেফায়েত উল্লাহ, মনির হোসেন, আবুল কাশেম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, নোমান হোসেনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য: গত ১৯ নভেম্বর বুধবার আনুমানিক দুপুর সোয়া ১২ টায় চাঁদপুরের একটি হাসপাতালে বাধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।