স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে আটক দুই মাদককারবারিকে ৩ মাস করে কারাদন্ড এবং ২শ’ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল মোর্শেদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের মুন্সী বাড়ী এলাকা ও বাগাদী চৌরাস্তা এলাকা থেকে মো. মিজানুর রহমান (৩৫) ও মো. নয়ন মুন্সি (২৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে সাজা প্রদান শেষে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযানে চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ অন্যান্যরা সহযোগিতা করেন।