ট্রেন দুর্ঘটনায় নিহত দম্পতির পরিবারের পাশে রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • আপডেট: ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৩৭

হাজীগঞ্জ, ১৬ নভেম্বর, শনিবার,॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত চাঁদপুরের হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের নিহত দম্পতি মো. মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুমা বেগম নিহতের ঘটনায় নিহতের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

শনিবার সকালে হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় নিহত দম্পতির ৩ সন্তানের সাথে তিনি সাক্ষাত করে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান ও তাদের পরিবারের অন্যান্য সদস্যকে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ^াস দেন। এ সময় নিহত দম্পতির বড় ছেলে কাউসার, মেজো ছেলে সবুজ ও ইয়াছিন উপস্থিত ছিলেন।

এসময় রফিকুল ইসলাম বলেন,  আমি তোমাদেরই লোক। তোমাদের মাঝেই আমার বেঁচে থাকার প্রত্যয়। জীবনের শেষ মুহুর্তেও তোমাদের পাশে থেকেই বিদায় নেবো। ক্ষণস্থায়ী জীবনে সবার মাঝে শত-সহস্র বছর বেঁচে থাকতেই উন্নয়নের পাশাপাশি মানবতার জন্যও কাজ করে যাচ্ছি। পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবোনা। তবে চলাফেরাটা সাবধান হতে হবে।

তিনি বলেন, আমারও মা, বাবা, স্ত্রী চলেগেছে। আমিওতো এক সময় চলে যাবো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি তারা যেনো জান্নাতবাসি হউন। এসময় সেখানে নিহত দম্পতির সন্তানদের কান্নায় সকলে আবেগাপ্লুত হন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতানপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি।

দুপরে তিনি উপজেলা ই-সেন্টারে অসুস্থ্যদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

Tag :
সর্বাধিক পঠিত

ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হাজীগঞ্জের মাহবুব আলম ২ দিনের রিমান্ডে

ট্রেন দুর্ঘটনায় নিহত দম্পতির পরিবারের পাশে রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট: ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

হাজীগঞ্জ, ১৬ নভেম্বর, শনিবার,॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত চাঁদপুরের হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের নিহত দম্পতি মো. মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুমা বেগম নিহতের ঘটনায় নিহতের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

শনিবার সকালে হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় নিহত দম্পতির ৩ সন্তানের সাথে তিনি সাক্ষাত করে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান ও তাদের পরিবারের অন্যান্য সদস্যকে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ^াস দেন। এ সময় নিহত দম্পতির বড় ছেলে কাউসার, মেজো ছেলে সবুজ ও ইয়াছিন উপস্থিত ছিলেন।

এসময় রফিকুল ইসলাম বলেন,  আমি তোমাদেরই লোক। তোমাদের মাঝেই আমার বেঁচে থাকার প্রত্যয়। জীবনের শেষ মুহুর্তেও তোমাদের পাশে থেকেই বিদায় নেবো। ক্ষণস্থায়ী জীবনে সবার মাঝে শত-সহস্র বছর বেঁচে থাকতেই উন্নয়নের পাশাপাশি মানবতার জন্যও কাজ করে যাচ্ছি। পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবোনা। তবে চলাফেরাটা সাবধান হতে হবে।

তিনি বলেন, আমারও মা, বাবা, স্ত্রী চলেগেছে। আমিওতো এক সময় চলে যাবো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি তারা যেনো জান্নাতবাসি হউন। এসময় সেখানে নিহত দম্পতির সন্তানদের কান্নায় সকলে আবেগাপ্লুত হন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতানপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি।

দুপরে তিনি উপজেলা ই-সেন্টারে অসুস্থ্যদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেন।