• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯

ইতালিতে মসজিদে একযোগে হামলার পরিকল্পনা ফাঁস, বিপুল পরিমাণ অস্ত্র-বোমাসহ গ্রেফতার ১২

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালিতে মুসলমানদের ওপর ও মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিল দেশটির উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা। এজন্য তারা মজুদ করে ছিল বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটর। এই ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়াতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল ইতালির মুসলিমরা।

এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দুই খ্রিস্টান মৌলবাদী সন্ত্রাসীসহ ১২ জনকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। এসময় উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র। মুসলমানরা যখন নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় হতভম্ব ইতালির মুসলমানরা।
ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এরিয়ায় একযোগে মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্রবাদী, মৌলবাদী ফার রাইট খ্রিস্টানরা।

দেশটির পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এরিয়ার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!