স্টাফ রিপোর্টার :
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি সংরক্ষণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের কদমতলাস্থ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়াম্যান এ্যাডভোকেট বদিউজ্জামান কিরন তিনি তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রথম শুরু হয় চট্রগ্রামে ১৯৯১ সালে। চাঁদপুরের বিজয় মেলা শুরু হয় ১৯৯২ সাল থেকে অাদ্যাবধি ২৮ বছরে পদার্পণ করেছে।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ পরিষদ কাজ করে যাচ্ছে। চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা শতভাগ পরিশুদ্ধ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, মাঠ মঞ্চের আহবায়ক ইয়াহিয়া কিরন। স্মৃতি সংরক্ষণ পরিষদের অাহবায়ক মনির হোসেন মান্নার সভাপতিত্বে ও সদস্য সচিব অভিজিত রায়ের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ঝন্টু দে, ঈমাম হোসেন, আবু হাসানাত সুমন, শুভ্র রক্ষিত, রাজিব সাহা, প্রধান সমন্বয়কারী মাসুদুল উল আলম রনি, সমন্বয়কারী রিপন সরকার, শাহজাহান খান, তাজুল ইসলাম, আহসান খান জুয়েল ও আরিফ পাটওয়ারী।