চাঁদপুর, মঙ্গলবা, ৫ অক্টোবর, ২০১৯ঃ
চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার রাত ১.৩০টায় (৫ অক্টোবর) শহরের মাদ্রাসা রোড এলাকার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করে।
রহিম চাঁদপুরের গাছতলা এলাকার মাদ্রাসাতু ইশিয়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, জামায়াতের আমির রহিমের বিরুদ্ধে ভোলার ঘটনা ও জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনায় জামায়াতের আমিরের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে চাঁদপুর থানায় নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করেছে।