চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

  • আপডেট: ০৩:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • ২২

চাঁদপুর, ৪ নভেম্বর, সোমবার:

চাঁদপুর শহর ও সদর উপজেলায় কিশোর অপরাধ চক্রের সদস্যের আটক অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে এবং নির্দেশে থানার কর্মকর্তাগণ এসব অভিযান পরিচালনা করছেন।

সোমবার (৪ নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম.এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পশ্চিম পাশের সড়ক থেকে কিশোর অপরাধ চক্রের ৭ সদস্যকে আটক করেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের আশপাশের এলাকায় কিছু ছাত্র এবং কিছু ছাত্র ছাড়া কিশোর ইভটিজিংসহ নানা অপারাধে জড়িত। এদের বাড়ী বিদ্যালয় সংলগ্ন আশাপাশের এলাকায়। স্থানীয়ভাবে এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারায় পুলিশকে সংবাদ দেয়া হয়। আটকের পরে স্থানীয়রা পুলিশের প্রসংশা করেছেন।

এসআই বিপ্লব জানান, ঘটনাস্থল এলাকায় কিশোর গ্যাং চক্রের অবস্থান জেনে পুলিশ ফোর্সসহ অভিযান চালানো হয়। এ সময় ৭জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে অফিসার ইনচার্জ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

আপডেট: ০৩:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯

চাঁদপুর, ৪ নভেম্বর, সোমবার:

চাঁদপুর শহর ও সদর উপজেলায় কিশোর অপরাধ চক্রের সদস্যের আটক অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে এবং নির্দেশে থানার কর্মকর্তাগণ এসব অভিযান পরিচালনা করছেন।

সোমবার (৪ নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম.এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পশ্চিম পাশের সড়ক থেকে কিশোর অপরাধ চক্রের ৭ সদস্যকে আটক করেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের আশপাশের এলাকায় কিছু ছাত্র এবং কিছু ছাত্র ছাড়া কিশোর ইভটিজিংসহ নানা অপারাধে জড়িত। এদের বাড়ী বিদ্যালয় সংলগ্ন আশাপাশের এলাকায়। স্থানীয়ভাবে এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারায় পুলিশকে সংবাদ দেয়া হয়। আটকের পরে স্থানীয়রা পুলিশের প্রসংশা করেছেন।

এসআই বিপ্লব জানান, ঘটনাস্থল এলাকায় কিশোর গ্যাং চক্রের অবস্থান জেনে পুলিশ ফোর্সসহ অভিযান চালানো হয়। এ সময় ৭জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে অফিসার ইনচার্জ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।