নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং রোডে বেপরোয়া অটোবাইকের আঘাতে মাজেদা বেগম (৫০) নামে এক অসহায় বিধবা নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসি সড়কে বেরিকেট দিয়ে দুপুর ১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওই সড়কের চোকদার বাড়ি মসজিদ সলংগ্ন স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম ওই এলাকার মৃত তকদীর হোসেন বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মাজেদা বেগম তার নিজ বাড়ি থেকে রাস্তার ওপর পাশে থাকা প্রতিবেশির বাড়িতে যাওয়ার সময় হঠাৎ চাঁদপুর লঞ্চঘাট থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি অটোবাইক তাকে গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে মাজেদা বেগম সড়কের পাশে ছিটকে পড়েন। আঘাতে তার মাথার মগজ বেরিয়ে পড়ে এবং শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুররুতর আহত হয়ে পড়েন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা ও সড়ক অবরোধের খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়–য়া ঘটনাস্থলে গিয়ে সড়কের বেরিকেট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
পলাশ বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করি এবং বেরিকেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি। নিহত নারীর মরদেহ সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অটোবাইক ও চালককে আটক করার জন্য চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানাগেছে, নিহত মাজেদা বেগমের স্বামী প্রায় ৮ বছর আগে মারা গেছেন। দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। দুই ছেলে দর্জি কাজ করে এবং মেয়েটি দশম শ্রেনীতে পাড়ে।