সাজাপ্রাপ্ত আসামী সন্ত্রাসী হুমায়ুন কবির গ্রেফতার

  • আপডেট: ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • ৩১

নিজস্ব প্রতিনিধি॥

চাঁদপুর শহরের ষোলঘর এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির ও বিভিন্ন অপরাধে জড়িত মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. হুমায়ন কবির গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

আদাতের সাজার পর সে পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মডেল থানার এএসআই আবু হানিফ।

গ্রেফতার হওয়া কবির ষোলঘর এলাকার গাজী বাড়ীর মৃত আব্দুল হাকিম গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ৫ এপ্রিল ষোলঘর পাকা মসজিদ এলাকা ‘দি চাঁদপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামক সংস্থার খরিদকৃত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের সময় কবির গাজীসহ তার সাঙ্গপাঙ্গরা কাজে বাঁধা প্রদান করে এবং চাঁদা দাবী করে। এ সময় ওই সংস্থার লোকজন চাঁদা না দেয়ার কারণে সংস্থার দুইজনক মারধর করে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় সংস্থার লোকজন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-জি আর ১৪৪/১২।

মামলাটি দীর্ঘ প্রায় ৭ বছর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ চলমান অবস্থায় স্বাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে হুমায়ন কবির গাজীর অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া আসামী থানা হেফাজতে রয়েছে। সোমবার সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

সাজাপ্রাপ্ত আসামী সন্ত্রাসী হুমায়ুন কবির গ্রেফতার

আপডেট: ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥

চাঁদপুর শহরের ষোলঘর এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির ও বিভিন্ন অপরাধে জড়িত মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. হুমায়ন কবির গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

আদাতের সাজার পর সে পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মডেল থানার এএসআই আবু হানিফ।

গ্রেফতার হওয়া কবির ষোলঘর এলাকার গাজী বাড়ীর মৃত আব্দুল হাকিম গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ৫ এপ্রিল ষোলঘর পাকা মসজিদ এলাকা ‘দি চাঁদপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামক সংস্থার খরিদকৃত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের সময় কবির গাজীসহ তার সাঙ্গপাঙ্গরা কাজে বাঁধা প্রদান করে এবং চাঁদা দাবী করে। এ সময় ওই সংস্থার লোকজন চাঁদা না দেয়ার কারণে সংস্থার দুইজনক মারধর করে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় সংস্থার লোকজন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-জি আর ১৪৪/১২।

মামলাটি দীর্ঘ প্রায় ৭ বছর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ চলমান অবস্থায় স্বাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে হুমায়ন কবির গাজীর অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া আসামী থানা হেফাজতে রয়েছে। সোমবার সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।