মো. মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুরের হাজীগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র্যালি অনুষ্ঠিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন”।
সমাবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায় শক্তিশালী হলে বেকারত্ম দূর হবে। দেশের মানুষ উপকৃত হবে।
তিনি বলেন, মানব সভ্যতার শুরু থেকেই সমবায় ছিল এবং যতো দিন মানব সভ্যতা থাকবে ততো দিন সমবায়ও থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, পৌর মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন, অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান আবুল কালাম, সমবায় কর্মকর্তা মুহাম্মদ গোলামুর রহমান, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ইকবালুজ্জামান ফারুক, জুলহাস মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন রকি সাহা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা তুলে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।