মেঘনা থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির ম’র’দেহ উদ্ধার

  • আপডেট: ০৯:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ০ Views

মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের পুরুষ (৩৫) ব্যাক্তির প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চাঁদপুর নৌ থানার টহল পুলিশ সদস্যরা ওই এলাকার মিজান ছৈয়ালের বাড়ির পিছনে ভাসমান অবস্থায় থাকা ওই মরদেহ উদ্ধার করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ওই মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। সেখান থেকে চাঁদপুর নৌ থানা পুলিশ বিষয়টি অবগত হন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ওই ব্যাক্তির পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিলো। তার মরদেহ আংশিক পচন ধরেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ওই ব্যাক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

মেঘনা থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির ম’র’দেহ উদ্ধার

আপডেট: ০৯:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের পুরুষ (৩৫) ব্যাক্তির প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চাঁদপুর নৌ থানার টহল পুলিশ সদস্যরা ওই এলাকার মিজান ছৈয়ালের বাড়ির পিছনে ভাসমান অবস্থায় থাকা ওই মরদেহ উদ্ধার করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ওই মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। সেখান থেকে চাঁদপুর নৌ থানা পুলিশ বিষয়টি অবগত হন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ওই ব্যাক্তির পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিলো। তার মরদেহ আংশিক পচন ধরেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ওই ব্যাক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।