• ঢাকা
  • সোমবার, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২২

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বা‌লিকাদের খেলায় চাঁদপুর সদর উপ‌জেলা দল ৯-০ গো‌লে মতলব দ‌ক্ষিণ উপ‌জেলা দল‌কে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রেছে। অপরদিকে বালক বিভা‌গে চাঁদপুর পৌরসভা বালক দল ২-০ গো‌লে মতলব দ‌ক্ষিণ উপ‌জেলা দল‌কে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছে।

বৃহস্প‌তিবার (২৬ মে) বি‌কেলে খেলা শে‌ষে বিজয়‌ী‌দের মাঝে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে ট্রফি তু‌লে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক ব‌লেন, জা‌তির পিতার পুরো প‌রিবার‌ই ক্রীড়া বান্ধব ও ক্রীড়ামোদী পরিবার। প্রধানমন্ত্রী সেই ঘ‌রের সন্তান তাই তি‌নি‌ও সব সময় দে‌শের ক্রীড়াঙ্গন‌কে সমৃদ্ধ কর‌তে কাজ ক‌রে যা‌চ্ছেন। ছে‌লে মে‌য়েরা যা‌তে তাদের অবসর সময় খেলাধৃলা নি‌য়ে কাটায় সেজন‌্য জা‌তির পিতা ও বঙ্গমাতার না‌মে এ ফুটবলেন আ‌য়োজন।

তি‌নি আরও ব‌লেন, প্রধানমন্ত্রী দেশের প্রায় প্রতিটি উপ‌জেলায় স্টে‌ডিয়াম উপহার দি‌চ্ছেন। যা ক্রীড়াঙ্গণ‌কে আরও সমৃদ্ধ ও নতুন নতুন খে‌লোয়ার তৈ‌রি‌তে সু‌যোগ সৃ‌ষ্টি করবে।

খেলোয়ারদের উ‌দ্দে‌শ্যে জেলা প্রশাসক ব‌লেন, আজ‌কে যারা চ‌্যা‌ম্পিয়ন হ‌য়ে‌ছো তারা প্রতি‌যো‌গিতার ম‌নোভাব নি‌য়ে খে‌লে‌ছে। একই ম‌নোভাব নি‌য়ে বিভাগীয় পর্যায়ে খে‌লতে পার‌লে অবশ‌্যই তোমরা জয়ী হ‌বে। জাতীয় পর্যা‌য়ে জয় ছি‌নি‌য়ে এ‌নে চাঁদপু‌রের মুখ উজ্জল কর‌বে ব‌লে আ‌মি আশাক‌রি।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ইম‌তিয়াজ হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা প‌রিষ‌দের প্রশাসক ওচমান গ‌ণি পাটওয়ারী, জেলা আওয়ামী ল‌ীগের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

সাংবা‌দিক এম আর ইসলাম বাবুর প‌রিচালনায় ‌জেলা আওয়ামীলী‌গের সংগঠ‌নিক সম্পাদক শাহীর হো‌সেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, ফুটবল এ‌সো‌সিয়শ‌নের সভাপ‌তি জিন্নাহ পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম প্রমূখ

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!