চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে দ্রুতগতির পিকআপ কেড়ে নিয়েয়েছে পিতা ও শিশুপুত্রের জীবন। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা সড়কটি বন্ধ রাখে বিক্ষুব্ধজনতা ।
নিহতরা হলেন, বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার শ্রীপুর গ্রামে জিল্লুর রহমান (৪৬) ও তার ছেলে বায়জিদ (৮)।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে জুবায়ের জানান, বলাখাল বাজারে আমার মালিকানাধনি মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবারক দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আমার বাবা ও ছোট ভাই। তিনি বলেন, দ্রুতগতির পিকআপ তাদেরকে ছাপা দিলে ঘটনাস্থলে আমার বাবা ও আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার জানান, দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ জানান, এ ঘটনায় ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। মৃতুদেহ ২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। বিষয়টি আমারা গুরুত্বের সাথে দেখছি।