এইচএসসিতে হাজীগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪০৮জন, শতভাগ পাশ করেছে ২টি কলেজ

  • আপডেট: ১০:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮

হাজীগঞ্জে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীায় গড় পাসের হার ৯৭.১২ শতাংশ। উপজেলার ৯টি প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১২১ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ৩০৩১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন, এ ১৫৭৯ জন, এ- ৬৮৫ জন, বি ২৬৭ জন, সি ৯২ জন, ডি গ্রেড পেয়েছে ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৯০ জন।

কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৩৭জন। পাশ করেছে ৬২২জন। পাশের হার ৯৭.৬৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩জন।
সর্বোচ্চ ২৪ জন জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। এ কলেজ থেকে ১১৭৫ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১১৩১জন। পাসের হার ৯৬.২৬ শতাংশ। এর মধ্যে এ ৬৬০ জন, এ মাইনাস ১৮৬ জন, বি ৬০ জন, সি ২৪ জন। এছাড়াও বিএম থেকে পরীক্ষা দিয়েছে ২০৭জন। পাশ করেছে ২০৪জন।
পাশের হার ৯৯ শতাংশ।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৮৪২জন। পাশ করেছে ৮১৬জন। পাসের হার ৯৮.৩৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩৬জন। এর মধ্যে এ ৪৪৫জন, এ মাইনস ১৭৯ জন, বি ৪৯জন, সি ৬ জন, ডি গ্রেড পেয়েছে ১জন।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ১৫১ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১১৫ জন। পাসের হার ৭৬.১৬ শতাংশ। এর মধ্যে এ ২৯ জন, এ মাইনস ৩৩ জন, বি ২১ জন, সি ৩০ জন ও ডি গ্রেড পেয়েছে ২ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১ জন।

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ১৫০ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৪৫ জন। পাসের হার ৯৬.৬৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩জন, এ ৪৮, এ মাইনাস ৪৮, বি ১২ জন, সি ১৭।

দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ১৮জন পরীার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ থেকে ১২৯ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১২৬জন। পাসের হার ৯৭.৬৭ শতাংশ। এর মধ্যে এ ৪৮জন, এ মাইনস ৩৫ জন, বি ২৪ জন, সি গ্রেড পেয়েছে ১ জন।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে ১৮৫ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৮৫জন। পাসের হার শতভাগ। জিপিএ পেয়েছে ৩৩জন, এ ১১৩ জন, এ মাইনস ৩২ জন, বি ১ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৬৯ জন।
শতাংশ। এর মধ্যে এ ৪ জন, বি ২ জন, সি গ্রেড পেয়েছে ১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১ জন।

কাকৈরতলা ডিগি কলেজ থেকে ১৫৬ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৫৬ জন। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৫, এ ৯৮ জন, এ মাইনস ৪৮ জন, বি ৫ জন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৪০ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ২৩০ জন। পাসের হার ৯৫.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪জন। এ ৭২ জন, এ মাইনস ৭৮ জন, বি ৫১জন, সি গ্রেড পেয়েছে ২৪ জন, ডি ১জন। কলেজের কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৭২জন । পাশ করেছে ১৬৬জন, পাশের হার ৯৬.৫১। জিপিএ ৫ পেয়েছে ১জন, এ ১৬২, এ মাইনাস ৩জন।
হাজীগঞ্জ কর্মাস কলেজ থেকে ১৪ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৩ জন। পাসের হার ৯২.৮৬ শতাংশ।

বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫২জন। পাশ করেছে ১৪৯জন। পাশের হার ৯৮.০৩। জিপিএ ৫ পেয়েছে ২জন, এ ১৪৬, এ মাইনাস ১জন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

নিজের দল বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর!

এইচএসসিতে হাজীগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪০৮জন, শতভাগ পাশ করেছে ২টি কলেজ

আপডেট: ১০:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

হাজীগঞ্জে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীায় গড় পাসের হার ৯৭.১২ শতাংশ। উপজেলার ৯টি প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১২১ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ৩০৩১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন, এ ১৫৭৯ জন, এ- ৬৮৫ জন, বি ২৬৭ জন, সি ৯২ জন, ডি গ্রেড পেয়েছে ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৯০ জন।

কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৩৭জন। পাশ করেছে ৬২২জন। পাশের হার ৯৭.৬৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩জন।
সর্বোচ্চ ২৪ জন জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। এ কলেজ থেকে ১১৭৫ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১১৩১জন। পাসের হার ৯৬.২৬ শতাংশ। এর মধ্যে এ ৬৬০ জন, এ মাইনাস ১৮৬ জন, বি ৬০ জন, সি ২৪ জন। এছাড়াও বিএম থেকে পরীক্ষা দিয়েছে ২০৭জন। পাশ করেছে ২০৪জন।
পাশের হার ৯৯ শতাংশ।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৮৪২জন। পাশ করেছে ৮১৬জন। পাসের হার ৯৮.৩৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩৬জন। এর মধ্যে এ ৪৪৫জন, এ মাইনস ১৭৯ জন, বি ৪৯জন, সি ৬ জন, ডি গ্রেড পেয়েছে ১জন।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ১৫১ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১১৫ জন। পাসের হার ৭৬.১৬ শতাংশ। এর মধ্যে এ ২৯ জন, এ মাইনস ৩৩ জন, বি ২১ জন, সি ৩০ জন ও ডি গ্রেড পেয়েছে ২ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১ জন।

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ১৫০ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৪৫ জন। পাসের হার ৯৬.৬৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩জন, এ ৪৮, এ মাইনাস ৪৮, বি ১২ জন, সি ১৭।

দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ১৮জন পরীার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ থেকে ১২৯ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১২৬জন। পাসের হার ৯৭.৬৭ শতাংশ। এর মধ্যে এ ৪৮জন, এ মাইনস ৩৫ জন, বি ২৪ জন, সি গ্রেড পেয়েছে ১ জন।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে ১৮৫ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৮৫জন। পাসের হার শতভাগ। জিপিএ পেয়েছে ৩৩জন, এ ১১৩ জন, এ মাইনস ৩২ জন, বি ১ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৬৯ জন।
শতাংশ। এর মধ্যে এ ৪ জন, বি ২ জন, সি গ্রেড পেয়েছে ১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১ জন।

কাকৈরতলা ডিগি কলেজ থেকে ১৫৬ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৫৬ জন। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৫, এ ৯৮ জন, এ মাইনস ৪৮ জন, বি ৫ জন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৪০ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ২৩০ জন। পাসের হার ৯৫.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪জন। এ ৭২ জন, এ মাইনস ৭৮ জন, বি ৫১জন, সি গ্রেড পেয়েছে ২৪ জন, ডি ১জন। কলেজের কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৭২জন । পাশ করেছে ১৬৬জন, পাশের হার ৯৬.৫১। জিপিএ ৫ পেয়েছে ১জন, এ ১৬২, এ মাইনাস ৩জন।
হাজীগঞ্জ কর্মাস কলেজ থেকে ১৪ জন পরীায় অংশ গ্রহন করে পাস করেছে ১৩ জন। পাসের হার ৯২.৮৬ শতাংশ।

বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫২জন। পাশ করেছে ১৪৯জন। পাশের হার ৯৮.০৩। জিপিএ ৫ পেয়েছে ২জন, এ ১৪৬, এ মাইনাস ১জন।